মা-বাবা, ভাইবোন বা সন্তান নেই; বয়স প্রায় ১১০ বছর পার হলেও জীবনের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ফজিলাতুন্নেছা। একা একাই কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা এই বৃদ্ধা নারীর প্রতিদিনের আয় মাত্র ৩০০–৪০০ টাকা। নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকার আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার চত্বরের পাশে আমড়া, জাম্বুরা ও শসা বিক্রি করে চলে তার একাকী জীবন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তার পাশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি ফজিলাতুন্নেছাকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য কিছু অর্থ উপহার দেন।
ফজিলাতুন্নেছা বলেন, “আমি খুশি হয়েছি। ডিসি আমাকে সহযোগিতা করেছেন। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।”
জেলা প্রশাসক বলেন, “ফজিলাতুন্নেছা আত্মসম্মান বজায় রেখে জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার উদাহরণ থেকে আমরা শিখতে পারি কিভাবে সম্মান ও সংগ্রামকে গুরুত্ব দিতে হয়। এক সপ্তাহের মধ্যেই তার বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করা হবে।”
ফজিলাতুন্নেছার এই সংগ্রামী মনোভাব ও আত্মসম্মান সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল