ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা চালিয়ে জব্দকৃত ড্রেজার ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আশুগঞ্জ থানায় মামলা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. জীবন মিয়া।
ঘটনা ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে, যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় অভিযান চলছিল। পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড নদীর তীরে আনার সময় ‘মরিয়ম’ নামের ড্রেজারে ভৈরবপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালিয়ে ড্রেজারটি ছিনিয়ে নেয় এবং নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তাদের হত্যার হুমকি দেয়।
মামলার আসামিরা হলেন তারেক মিয়া (৫০), রাজু মিয়া (৪০), শহিদুল হক ইমন (৪২), লাদেন (২৮), মানিক মিয়া (২৫), মাসুদ মোল্লা (৩৮) ও সোহান মিয়া (৩৬)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম জানান, অভিযোগ পেয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/হিমেল