ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার পরামর্শ দিয়েছেন, টেস্ট ক্রিকেটকে মরার আগেই বাঁচাতে প্রয়োজন কার্যকর উদ্যোগ। ভারতের টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাওয়ার বলেন, ''টেস্ট ক্রিকেট আমাদের সম্ভাব্য বিলুপ্তির মুখে থাকা আন্তর্জাতিক খেলাধুলার মতো। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন ‘প্রজেক্ট টাইগার’-র মত একটি কার্যকর পরিকল্পনা।''
গাওয়ার বলেন,''একসময় বাঘের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল। ‘প্রজেক্ট টাইগার’ তাকে বাঁচিয়েছিল। আমি টেস্ট ক্রিকেটকেও সেই চোখেই দেখি।''
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে যেখানে টেস্ট ক্রিকেট পরিচালিত হচ্ছে, সেখানে অর্থশক্তির কাছে ক্ষমতা, আর এভাবেই অনেক কিছু নির্ধারিত হয়। তবে নিউজিল্যান্ডের মতো ছোট মাঠে টেস্ট খেলাই তার পছন্দ। কারণ এরা শিল্পের মতো খেলছে, এবং তা দর্শকের কাছে উপভোগ্য।
গাওয়ার আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোকে সুপারিশ করেছেন যে, এই ঐতিহ্যবাহী ফরম্যাটে দুই স্তরের কাঠামো আনার কথা ভাবা হচ্ছে সেটার বাস্তবায়নের দিকে মনোযোগী হতে হবে।
বিডি প্রতিদিন/মুসা