চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকেএ মাধ্যমে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার সময় দামুড়হুদা উপজেলার জয়নগর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ শিশুকে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী জানান, বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৬-বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান এবং ভারতের পক্ষে ৩২ বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আরও জানান, হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ