বলিউডে দীর্ঘ ৫৬ বছরের সফল ক্যারিয়ারে অগণিত সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। শুধু অভিনয় নয়, বিনয়, শালীনতা আর উদারতার জন্যও তিনি প্রশংসিত। এক কালজয়ী সিনেমায় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন একেবারেই বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন আর ছবিটি হয়েছিল সুপারহিট।
১৯৭৫ সালে মুক্তি পাওয়া হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা ‘চুপকে চুপকে’ আজও হাস্যরসাত্মক ক্লাসিক হিসেবে বিবেচিত। এই ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্র ছিল পার্শ্ব ভূমিকায় অধ্যাপক সুকুমার সিনহা। অথচ সে সময় তিনি ছিলেন পূর্ণদ্যোম 'সুপারস্টার'।
তবে, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি। কারণ? পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি।
সূত্র মতে, ছবির নির্মাতা অমিতাভ-জয়াকে জানান যে বাজেট সীমিত, ফলে তাঁদের মতো বড় তারকাকে পারিশ্রমিক দেওয়ার উপায় নেই। কিন্তু অমিতাভ নিজে অনুরোধ করেন, এমনকি জয়া বচ্চনও বলেন, তারা বিনামূল্যেই কাজ করবেন। এই উৎসাহেই পরিচালক বাধ্য হন তাঁদের কাস্ট করতে।
ছবিতে বসুধার চরিত্রে জয়া বচ্চনও ছিলেন পার্শ্বচরিত্রে। তিনিও অমিতাভের মতোই কোনো পারিশ্রমিক নেননি। বরং, স্বামী-স্ত্রী দু’জনেই পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করাকে গুরুত্ব দিয়েছিলেন টাকার চেয়ে।
মাত্র ১৫ লাখ টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘চুপকে চুপকে’। কিন্তু মুক্তির পর বক্স অফিসে ছবিটি দশ গুণ বেশি অর্থাৎ প্রায় ১.৫ কোটি টাকা আয় করে। এই ছবির মূল চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র ও শর্মিলা ঠাকুর, সঙ্গে ওম প্রকাশ। সবার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।
বিডি প্রতিদিন/মুসা