আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষে সোমবার (১২ মে) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু হয়ে জাহাঙ্গীরাবাদ আন্ডারপাস হয়ে জরুরি বিভাগে এসে শেষ হয়। এতে অংশ নেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিকার আলম, উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। এসময় হাসপাতালের নার্সিং কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল