সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক।
তিনি জানান, সম্প্রতি ভারত থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে, যাদের মধ্যে পাঁচজন ভারতে নিবন্ধিত।
এসব কার্যক্রমকে তিনি ‘সুপরিকল্পিত’ বলে আখ্যা দেন এবং বিষয়টি নিয়ে ভারতের প্রতি কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান।
৬০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন জানান, বিএসএফ-এর পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার উদ্যোগ চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ