আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে পোপের মতো সাজিয়ে তৈরি করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে।
ছবিটি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা হয়। এতে দেখা যায়, তিনি সাদা পোপীয় পোশাক ও রাজকীয় মুকুট পরে সিংহাসনে বসে আছেন। ডান হাতের আঙুল আকাশের দিকে নির্দেশ করে রাখা। তার পুরো চেহারা ও অবস্থান যেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরুর আদলে সাজানো।

এই ছবি পোস্টের আগে, গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে জানান, প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে তিনি নিজেকে দেখতে আগ্রহী। তিনি বলেন, 'আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।'
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।
বিডি প্রতিদিন/মুসা