সংযুক্ত আরব আমিরাতের অন্যতম জনপ্রিয় আকর্ষণ আইকনিক দুবাই ফাউন্টেইন একটি চূড়ান্ত শোয়ের মাধ্যমে শত শত পর্যটককে বিনোদন দেবে। আজ শনিবার চূড়ান্ত পরিবেশনার পর দুবাই ফাউন্টেইন শোর ব্যাপক সংস্কার করা হবে। সেই কারণে বাকি বছরের বেশিরভাগই সময় শোটি বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।
খালিজ টাইমসকে দুবাই মলের গ্রাহক পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা নিশ্চিত করেছে যে, সংস্কারের ফলে এখানকার ফোয়ারার পরিবেশনা সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে পানির ফোয়ারার জনপ্রিয় আবরার রাইডগুলোও বন্ধ থাকবে।
গত ৫ ফেব্রুয়ারি খালিজ টাইমস প্রথম রিপোর্ট করে যে, দুবাই ফাউন্টেইনের সংস্কার কাজ করতে পাঁচ মাসের মতো সময় লাগবে। এখানে আসা ভ্রমণকারীদের আরও উন্নতমানের অভিজ্ঞতা দিতে এখানকার ফোয়ারার ব্যাপক সংস্কার করা হবে। এটি পুনরায় চালু হলে দর্শনার্থীদের জন্য আরও বাহারী সব প্রদর্শনী দেখানো হবে।
দুবাই মল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঐতিহাসিক পর্যটন স্থানটি আকর্ষণীয় করতে সংস্কারের জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ফোয়ারাটি সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্যে কাজ চলছে।
দুবাই শহরের কেন্দ্রস্থলে দুবাই মল এবং সুউচ্চ বুর্জ খলিফার কাছে অবস্থিত দুবাই ফাউন্টেইন শহরের সৃজনশীলতা এবং জাঁকজমকের একটি প্রধান আকর্ষণ ও প্রতীক। জল, সঙ্গীত এবং আলোর সমন্বয়কারী মনোমুগ্ধকর পরিবেশনার জন্য পরিচিত এই ফোয়ারাটি প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীকে আকর্ষিত করে।
বিডি প্রতিদিন/কেএ