চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোমস্তাপুর উপজেলা প্রাচীন ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরসহ আশপাশে রয়েছে অগণিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন। ইতিহাসবিদদের মতে, রাজা লক্ষ্মণ সেনের আমলে রহনপুর বাণিজ্যনগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবং এর কারণে রহনপুরেই তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা ষাঁড়বুরুজ, যা বর্তমানে অবৈধ দখলদারদের কারণে বিলীন হতে চলেছে। জনশ্রুতি রয়েছে, ষাঁড়বুরুজ নামে খ্যাত এই অট্টালিকাটির প্রকৃত নাম শাহবুরুজ। শাহ শব্দের অর্থ বাদশা আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা বা বালাখানা, অর্থাৎ বাদশাহর অট্টালিকা। যা পরবর্তীতে লোকমুখে ষাঁড়বুরুজ নামে খ্যাতি লাভ করে। এ অট্টালিকার অদূরে গোলাকার গুম্বুজ আকৃতির একটি ভবন আছে। এটিই রাজা লক্ষ্মণ সেনের বৈঠকখানা ছিল এবং এখানেই তিনি তার দরবার চালাতেন বলে জানা যায়। এছাড়াও জনশ্রুতি রয়েছে, বাংলা বিজয়ী ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এপথে বাংলায় আগমন করেন এবং এ স্থানে কিছু সময় অবস্থান করেন। ইতিহাসে পরিচিত নদিয়া এ অট্টালিকার পার্শ্বেই অবস্থিত। যা পরবর্তীতে নওদা নামে পরিচিত লাভ করে। লোকমুখে শোনা যায় বখতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীতসন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এ স্থান থেকে নদী পথে পলায়ন করেন। বর্তমানে রাজা লক্ষ্মণ সেনের ঐতিহ্যমন্ডিত অট্টালিকাটি ভেঙে একটি পাহাড়ের আকার ধারণ করেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এর চারপাশে বিভিন্ন বনজ গাছ লাগানো হয়েছে। আর অবৈধ দখলদাররা এর আশপাশে অসংখ্য বসতবাড়ি গড়ে তুলেছে । শুধু তাই নয়, অবৈধ দখলদাররা পাহাড় কেটে অট্টালিকাটির ইট ও খোয়া নিয়ে গেছে। এমনকি এ অট্টালিকাটির ভিতর মূল্যবান মূর্তি ও বিভিন্ন সম্পদ আছে এমন ধারণা থাকায় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মাটি খোঁড়ার চেষ্টা করেছে এমন আলামতও পাওয়া যায়। এলাকাবাসী জানান, রাতে এখানে মাদকসেবীদের নিয়মিত আসর বসে। তথ্যানুসন্ধানে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি অনুসন্ধানী দল এখানে এসে পরিদর্শন করে গেলেও পরে আর কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অন্যদিকে পার্শ্ববর্তী নওদাপাড়ায় নির্মিত ঐতিহ্যবাহী মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হতে চলেছে। বর্তমানে বিলীনের পথে এই ঐতিহ্যবাহী নিদর্শনটি অবৈধ দখলমুক্ত করে একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই
- প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন
- ‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে’
- নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
- বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনি: এ্যানি
- পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের
- হাওর ইজারা বন্ধ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ভেনেজুয়েলানদের ফেরত পাঠানো স্থগিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট
- রংপুরে কমেছে বড় কৃষকের সংখ্যা
- মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার
- আমরা ১২৯টি সুপারিশে একমত হয়েছি : হাসনাত আব্দুল্লাহ
- রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৮ শতাংশ
- হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
- ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৭৯৭ মামলা
- ফিক্সিংয়ের প্রমাণ পেলে শাস্তি দেওয়া হবে : বিসিবি সভাপতি
- মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় এমপি বাহারের অফিস; জায়গা ফেরত চান মুক্তিযোদ্ধারা
- ফতুল্লায় ঈদের দিন যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
- ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল
হারাতে বসেছে রাজা লক্ষ্মণ সেনের স্মৃতিচিহ্ন
বিলীনের পথে এই ঐতিহ্যবাহী নিদর্শনটি অবৈধ দখলমুক্ত করে একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন।
মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর