জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩-এ যৌথভাবে আজীবন সম্মাননা পেতে পারেন কিংবদন্তি অভিনয় শিল্পী শবনম ও জাভেদ। কারা এবার এই সম্মান পাচ্ছেন তার বিচার-বিশ্লেষণ এরই মধ্যে শেষ হয়েছে। অপেক্ষা শুধু প্রজ্ঞাপন জারি করে পুরস্কার প্রদানের দিনক্ষণ ও ভেন্যুর নাম প্রকাশ। ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ বিভাগে জুরি বোর্ডের সদস্যদের নম্বরে সবচেয়ে এগিয়ে রয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। তারপরই রয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’। ‘শ্রেষ্ঠ পরিচালক’ হিসেবে ‘সাঁতাও’-এর খন্দকার সুমনের নাম এগিয়ে আছে। তবে সম্ভাব্য তালিকায় ‘সুড়ঙ্গ’-এর জন্য রায়হান রাফি ও ‘আদিম’-এর জন্য যুবরাজ শামীমেরও নাম রয়েছে। ‘সুড়ঙ্গ’র সুবাদে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন আফরান নিশো। এ ছাড়া ‘প্রিয়তমা’র জন্য শাকিব খানও রয়েছেন সম্ভাব্য তালিকায়। তমা মির্জা ‘সুড়ঙ্গ’-এর জন্য ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন। সম্ভাব্য তালিকায় আরও আছেন ‘সাঁতাও’-এর আইনুন পুতুল ও ‘আদিম’-এর সোহাগী। ‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্র’ হিসেবে ‘ওরা ৭ জন’-এর জন্য শিবা শানু এগিয়ে রয়েছেন। এ বিভাগে একই ছবির জন্য ইমতিয়াজ বর্ষণের নামও রয়েছে। ‘শ্রেষ্ঠ খলঅভিনেতা’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর জন্য রাশেদ মামুন অপু পুরস্কার পেতে পারেন। একই অভিনেতা ‘প্রহেলিকা’তে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ খলনায়ক’ ক্যাটাগরিতে মনোনীত হয়ে আছেন জুরি বোর্ডের বিচারে। গানের ক্ষেত্রে একচেটিয়াভাবে এবারের সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির জন্য ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সুরকার’-এর সম্ভাব্য তালিকায় এগিয়ে রয়েছেন প্রিন্স মাহমুদ। একই ছবির ‘ঈশ্বর’ গানের জন্য সোমেশ্বর অলি ‘শ্রেষ্ঠ গীতিকার’ এবং ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে রিয়াদ জুরি বোর্ডের নম্বরে এগিয়ে রয়েছেন। কোনাল এ ছবির ‘ও প্রিয়তমা’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়িকা’ হিসেবে এগিয়ে আছেন। একই গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়ক’ হিসেবে বালাম রয়েছেন তালিকার শীর্ষে। ‘শ্রেষ্ঠ কাহিনিকার’ হিসেবে ‘প্রিয়তমা’র ফারুক হোসেন সম্ভাব্য পুরস্কার বিজয়ীর তালিকায় রয়েছেন। ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে এগিয়ে রয়েছেন ‘সাঁতাও’-এর নির্মাতা খন্দকার সুমন। একই ছবির সুজন মাহমুদ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ শিল্পনির্দেশক’ হিসেবে ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম পুরস্কার পেতে পারেন। ‘শ্রেষ্ঠ মেকআপম্যান’ হিসেবে ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা পুরস্কার পেতে পারেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শিরোনাম
- ফটিকছড়িতে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার ৩ শিক্ষক কারাগারে
- ভিয়েতনামের ২০ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে
- সুনামগঞ্জে সাবেক অধ্যক্ষ আজহারুল ইসলাম স্মরণে শোকসভা
- শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা
- গ্রীষ্মে ত্বকের আর্দ্রতা বজায় রাখবে যেসব ফল
- হাসিমুখে হাজতে ঢুকলেন তুরিন আফরোজ
- গরমে এসি ছাড়াও যেভাবে ঘর থাকবে ঠাণ্ডা
- গরমে ফুটি ফলের যত উপকার
- দুই আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো লালমনিরহাটে মহাসড়ক অবরোধ
- গরমে চুলের জন্য দরকার বাড়তি যত্ন
- গরমে বাড়তে পারে মাইগ্রেনের যন্ত্রণা, প্রতিকারে যা করবেন
- গরমে ত্বকের যত্নে আমলকী
- গরমে পেটের গোলমাল কমায় যেসব সবজি
- নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি
- এই গরমে পান্তা ভাত কেন খাবেন?
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার ২য় দিন সাক্ষ্যগ্রহণ
- পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত : নিউইয়র্ক টাইমস
- কাঁধের সন্ধি জ্যাম: কারণ, লক্ষণ ও সমাধান
- কমিশনের লক্ষ্য একটাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা : আলী রীয়াজ
- হেমাচুরিয়া বা প্রস্রাবে রক্ত: সতর্ক হওয়ার সংকেত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩
আজীবন সম্মাননায় শবনম-জাভেদ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর