গাজীপুরের টঙ্গীতে দুই ভাই-বোনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।
নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান।
এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহতরা পরিবারের সাথে বসবাস করতেন। এঘটনায় মা ও বাবাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
নিহতদের পিতা আব্দুল বাতেন মিয়া জানান, আজ শুক্রবার বিকাল পৌনে চারটার সময় ব্যবসার কাজে বাসা থেকে বের হন। এরপর প্রায় বিশ মিনিট পর বাসা থেকে খবর পান তার সন্তানদের কে বা কারা মেরে ফেলেছে। পরে তিনি বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই সন্তানের লাশ দেখতে পান। নিথর দেহের পাশে রক্তাক্ত একটি বটি পড়ে আছে।
নিহতদের স্বজনরা জানান, পরিবারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন পাশের অন্য এক স্বজনের বাড়িতে। আজ শুক্রবার দুপুরে মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের মেঝেতে দুই শিশুর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে, জবাই করে শিশুদের হত্যা করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজমুল