যশোর সদর উপজেলার রুপদিয়া ঘোড়াগাছি এলাকায় আফিল লেয়ার ফার্মের একটি শেডে অগ্নিকান্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ পুড়ে গেছে।
আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, ঘোড়াগাছি এলাকায় তাদের একশ বিঘা জমির ওপর আফিল লেয়ার ফার্ম রয়েছে। সেখানকার ১৭টি শেডের মধ্যে একটি শেডে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। ওই শেডে ৫০ হাজার মুরগি ছিল। সব মুরগি মারা যাবার পাশাপাশি শেডে থাকা মেশিনারীজ পুড়ে গেছে। ফার্মের সবকয়টি শেড অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাপ নিয়ন্ত্রণ মেশিনসহ ওই শেডের সবকয়টি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুত্যিক শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে শেডে থাকা মুরগিসহ সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে।
আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, তাদের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন এই ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ