বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন মৃত যুবকের বাবা সিরাজ মোল্লা। মামলায় নামধারী ৪ জনসহ অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে যুবকের মৃত্যু হয় বলে ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন। মৃত সাগর মোল্লা (২৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লার ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গত ১৪ এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার সালতা গ্রামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করে সাগর মোল্লা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাগরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় সিরাজ মোল্লা মামলা করেছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম