রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি তারা আরও অনেক বিষয়ে কথা বলেছেন।
ইরানি সেনা দিবস উপলক্ষে মস্কোতে ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আরাঘচি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি। আমরা এই বিষয়ে পরামর্শ করেছি। ইউক্রেন এবং অন্যান্য বিষয় নিয়ে রাশিয়া-আমেরিকা আলোচনার বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের রাশিয়ার বন্ধুরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়েছেন।
তিনি বৈঠকের সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি বার্তাও পৌঁছে দেন। মস্কোয় পৌঁছে আরাঘচি বলেন, তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে রাশিয়ার কর্মকর্তাদের সাথে পরামর্শ করার ইচ্ছা পোষণ করেন।
১৮ এপ্রিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে তার আলোচনার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ এবং আরাঘচির মধ্যে পরোক্ষ আলোচনা ১২ এপ্রিল ওমানে অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষই এটিকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। আরাঘচি সংলাপটি সহজতর করার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আগামীকাল শনিবার ইরানের সাথে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজমুল