বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে জাটকা রক্ষার অভিযানে দলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। মামলায় ৬ জন নামধারীসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মামলা এজাহার হিসেবে রুজু করা হয়েছে। আটক নাসিরউদ্দিন সিকদারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, তার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার মাসকাটা নদীতে জাটকা রক্ষায় অভিযান করেন। এ সময় মাসকাটা নদীর চর শেফালীবানঘাট এলাকায় বেআইনি জনতা কাঠের বৈঠা, লাঠিসোটা নিয়ে হামলা করে। তারা অভিযানে দলের ওপর ইট-পাটকেল ও মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে মৎস্য বিভাগের শ্রমিক আতিকুর রহমান ও জামালউদ্দিন আহত হয়। তখন কোস্টগার্ডের সদস্যরা হামলাকারী নাসিরউদ্দিনকে আটক করে। এছাড়াও একটি ইঞ্জিনচালিত নৌকা, কারেন্ট ও বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল