কাফনের কাপড় পরে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে বিক্ষোভ মিছিল করেছে ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। ১৮ এপ্রিল (আজ) শুক্রবার বিকেলে ৩টার দিকে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে এই মিছিল শুরু হয়। খুলনা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বুড়িরহাট এলাকায় কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ জুমার নামাজের পর প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/এএ