ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেফতারকে কেন্দ্র করে তুরস্কে চলমান বিক্ষোভের খবর প্রচারে যুক্ত ছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন। বুধবার ইস্তাম্বুলে তাকে গ্রেফতারের পর তুরস্ক থেকে নির্বাসিত করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দ্য গার্ডিয়ান বলছে, বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েনকে তুরস্ক থেকে গ্রেফতার করে নির্বাসিত করা হয়েছে, যেখানে তিনি বছরের পর বছর ধরে দেশটির বৃহত্তম সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবেদন করছিলেন। কর্পোরেশনের মতে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এক বিবৃতিতে বিবিসি বলেছে, ‘আজ (বুধবার) সকালে বিবিসি নিউজের প্রতিবেদক মার্ক লোয়েনকে ইস্তাম্বুল থেকে ফেরত পাঠিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকে আগের দিন তুলে এনে তাকে ১৭ ঘণ্টা আটক রাখা হয়। সাম্প্রতিক বিক্ষোভের খবর সংগ্রহে মার্ক লোয়েন তুরস্কে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলার জন্য হুমকি হওয়ায় তাকে তুরস্ক ছাড়তে বলা হয়।’
দেশজুড়ে চলা সাম্প্রতিক বিক্ষোভে এক হাজার ৮৫০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তুরস্কের ১১ জন সাংবাদিকও রয়েছেন।
মার্ক লোয়েন বলেছেন, যে দেশে আমি এর আগে পাঁচ বছর বসবাস করেছি এবং ভালোবাসা পেয়েছি সেখান থেকে আটক ও নির্বাসনে পাঠানো অত্যন্ত কষ্টদায়ক। সংবাদপত্রের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতা যেকোনো গণতন্ত্রের মৌলিক বিষয়।
ইমামোগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গ্রেফতারের পর ইমামোগলুকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম