ভারতের ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দুটি পৃথক সংঘর্ষে এ ঘটনা ঘটে। পাল্টা হামলায় একজন নিরাপত্তাবাহিনীর সদস্যও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। খবর এনডিটিভির।
ছত্তিশগড় পুলিশের দাবি, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দন্তেওয়াড়়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অপরদিকে, কাঁকেরে পৃথক সংঘর্ষের ঘটনার নিহত হয় চার মাওবাদীর। দুই জায়গা থেকেই অনেক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাঁকের জেলার অবুঝমাঢ়ের জঙ্গলে গত কয়েক মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। গত ১৯ জানুয়ারি থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্যে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে দুই শতাধিক মাওবাদী নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/শআ