পাঁচ দিন কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ভারতের তেলাঙ্গনার সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিককে। সময় যত গড়াচ্ছে, ততো পরিস্থিতি জটিল হচ্ছে, মানছেন উদ্ধারকারীরা।
উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারকাজে যুক্ত ছিলেন এমন বেশ কয়েক জন উদ্ধারকারীর দাবি সিল্কিয়ারার মতো পরিস্থিতি নয়। তেলাঙ্গানার সুড়ঙ্গের পরিস্থিতি আরও কঠিন।
তারা জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা যায়নি। সিল্কিয়ারায় আটক শ্রমিক এবং পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে এই পরিস্থিতিকে আরও জটিল বলে দাবি করছেন ওই উদ্ধারকারীরা। তারা জানিয়েছেন, সিল্কিয়ারায় আটক শ্রমিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা সম্ভব হয়েছে। কিন্তু এখানে শ্রমিকদের কোনও সাড়া নেই। ফলে এই বিষয়টিই ভাবাচ্ছে তাঁদের।
সুড়ঙ্গের ভিতরে উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে পানি এবং কাদা। পানি পাম্প করে বার করা হচ্ছে ঠিকই কিন্তু কাদা পরিষ্কার করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। সিল্কিয়ারায় অগার যন্ত্র ব্যবহার করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হয়েছিল। কিন্তু এখানে সেই পরিস্থিতিও নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সিল্কিয়ারার সুড়ঙ্গে পানি ছিল না।
পানি পাম্প করে বের করা হচ্ছে, আবার পানিতে ভরে যাচ্ছে সুড়ঙ্গ। ফলে এক পা এগিয়েও আবার পিছিয়ে আসতে হচ্ছে। এক উদ্ধারকারীর কথায়, ‘‘সিল্কিয়ারার সুড়ঙ্গে শ্রমিকদের গতিবিধি জানা যাচ্ছিল। কিন্তু এখানে পুরোপুরি নিস্তব্ধতা। ফলে শ্রমিকদের অবস্থান কোথায়, কী অবস্থায় রয়েছেন, তা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না।’’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/নাজমুল