বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
গতকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন। এক নম্বর ক্যাটাগরি থেকে জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ পরিচালক। দুই নম্বর ক্যাটাগরি থেকে ঢাকার ক্লাবের ১২ পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে এক পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালক নির্বাচিত হওয়ার পর গতকালই তারা বোর্ড সভাপতি নির্বাচিত করেছেন। অবশ্য এ পদে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় স্বপদে বহাল হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে অন্তর্বর্তী দায়িত্ব পান। এবার নির্বাচিত হয়ে একই দায়িত্ব পালন করবেন আমিনুল।
বিসিবি পরিচালক পদে ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে ৪২ ভোট পেয়ে ইশতিয়াক সাদেক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি শানিয়ান তানিম ও ফারুক আহমেদও সমান ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম ১৫ ভোট করে পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।