ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একচেটিয়া প্রাধান্য থাকলেও হল সংসদে ভিন্নচিত্র দেখা গেছে। এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পদধারীরা উল্লেখযোগ্য সংখ্যায় জয়লাভ করেছেন। অন্যদিকে কেন্দ্রে ভরাডুবি হলেও হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে বেশ কিছু পদে জয় এসেছে। জগন্নাথ হলের নির্বাচিত ভিপি পল্লব চন্দ্র বর্মণ ছাড়াও কয়েকটি হলে
সম্পাদকীয় ও সদস্যপদে ছাত্রদলের প্যানেলের কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন। হল সংসদে ছাত্রদলই একমাত্র প্যানেল দিয়েছিল। এর বাইরে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও শিবির সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নেন স্বতন্ত্রভাবে।
হল সংসদে বাগছাসের নির্বাচিতরা হলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভিপি পদে রাফিয়া রেহনুমা হৃদি, জিএস পদে নিশিতা জামান নিহা, এজিএস পদে তানজিনা তামিম হাপসা; জহুরুল হক হলে জিএস পদে খালেদ হাসান, সমাজসেবা সম্পাদক পদে জহির রায়হান; এ এফ রহমান হলে জিএস পদে হাবিব উল্লাহ ; শামসুন নাহার হলে ভিপি পদে কুররাতুল আইন, জিএস পদে সাইয়া মাসুদ মম, সাহিত্য সম্পাদক পদে ইসরাত জাহান সুমনা ও অভ্যন্তরীণ ক্রীড়ায় আশা তালুকদার; সুফিয়া কামাল হলে জিএস পদে রুকু খাতুন, এজিএস পদে শিমু আক্তার ; মুহসীন হলে সমাজসেবা সম্পাদক পদে মো. সাইফুল্লাহ; ফজলুল হক মুসলিম হলে সমাজসেবা সম্পাদক পদে তরিকুল ইসলাম; ফজলুল হক মুসলিম হলে সদস্য পদে আবু নাঈম। এ ছাড়াও বিভিন্ন হলের সংসদে তারা পদ নিশ্চিত করতে পেরেছেন।
১৮টি হলে শীর্ষ তিন পদে নির্বাচিত হলেন যারা : মাস্টার দ্য সূর্যসেন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন আজিজুল হক, জিএস মোখলেছুর রহমান জাবির, এজিএস মো. রিয়াজ উদ্দীন সাকিব। মুহসীন হলে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক সিকদার, জিএস রাফিদ হাসান সাফওয়ান, এজিএস আবদুল মজিদ। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. জায়েদুল হক জায়েদ, জিএস সাদমান আবদুল্লাহ, এজিএস শাহিন আলম। বিজয় একাত্তর হলে ভিপি নির্বাচিত হয়েছেন ভিপি এইচ আল বান্না, জিএস আশিক বিল্লাহ, এজিএস ইমরান হোসাইন। এ ছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি হয়েছেন মো. মহিউদ্দিন, জিএস আসিফ ইমাম, এজিএস মো. ফোজায়েল আহমেদ। কবি জসীমউদ্দীন হলে ভিপি হয়েছেন মুহাম্মদ ওসমান গণী, জিএস মাসুম আবদুল্লাহ, এজিএস হিজবুল্লাহ আল হিজুল। শেখ মুজিব হলে ভিপি নির্বাচিত হয়েছেন মো. মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ, এজিএস মুশফিক তাজওয়ার মাহির। ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ভিপি নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম তারেক, জিএস তৌকির হাসান, এজিএস ইব্রাহিম খলিল। এ এফ রহমান হলে ভিপি হয়েছেন রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্লাহ, এজিএস আবদুল্লাহ আল জুবাইর। রোকেয়া হলে ভিপি হয়েছেন ফাতেমাতুল জান্নাত ইমা, জিএস পদে সিনথিয়া মেহরিন সকাল, এজিএস পদে আদিবা সাইমা খান। কবি সুফিয়া কামাল হলে ভিপি নির্বাচিত হয়েছেন সানজানা চৌধুরী, জিএস পদে রুকু খাতুন, এজিএস পদে শিমু আক্তার। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ভিপি পদে রাফিয়া রেহনুমা হৃদি, জিএস পদে নিশিতা জামান নিহা, এজিএস পদে তানজিনা তামিম হাফসা। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে ভিপি পদে তাসনিম আক্তার আলিফ নাবিলা, জিএস পদে মিফতাহুল জান্নাত রিফাত এবং এজিএস রুপা আক্তার নির্বাচিত হয়েছেন। শামসুন্নাহার হলে ভিপি পদে কুররাতুল আইন কানিজ, জিএস পদে সামিয়া মাসুদ মম এবং এজিএস পদে নূরে জান্নাত সুজানা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে অমর একুশে হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, জিএস পদে মোহাম্মদ রবিউল ইসলাম এবং এজিএস পদে উবায়দুর রহমান হাসিব। ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে খন্দকার মো. আবু নাঈম, জিএস পদে ইমামুল হাসান, এজিএস পদে মহসিন শাফী। জগন্নাথ হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন পল্লব চন্দ্র বর্মণ, জিএস পদে সুদীপ্ত প্রামাণিক এবং এজিএস পদে দ্বীপ জয় সরকার দীপ্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে আহসান হাবিব ইমরোজ, জিএস পদে খালিদ হাসান এবং এজিএস পদে ফারহাজ বিন নূর নিশান নির্বাচিত হয়েছেন।