ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) মনোনীত প্রার্থী চন্দ্রপুরম পোন্নুস্বামী (সি পি) রাধাকৃষ্ণণ। তিনি হলেন ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি। তিনি পেয়েছেন ৪৫২ সংসদ সদস্যের ভোট। তিনি পরাজিত করেছেন বিরোধী দলের জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ এলায়েন্স’ (ইন্ডিয়া) সমর্থিত প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে। ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রেড্ডির প্রাপ্ত ভোটের সংখ্যা ৩০০। গতকাল সন্ধ্যায় এ ফল ঘোষণা করেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ও রিটার্নিং অফিসার পিসি মোদি। তিনি জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে ৭৮৮ জন বৈধ ভোটারের (রাজ্যসভা এবং লোকসভার সংসদ সদস্যরা ভোট দেওয়ার যোগ্য) মধ্যে ৭৬৭ জন সংসদ সদস্য তাদের ভোট প্রদান করেন। মোট ভোট প্রদানের শতকরা হার ৯৮ দশমিক ২ শতাংশ। এর মধ্যে ৭৫২টি বৈধ ভোট, বাকি ১৫টি ভোট অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে ক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক ফিগার ছিল ৩৭৭।