বিকেএসপিতে মোহামেডান-শাইনপুকুর ম্যাচে হঠাৎ হার্ট অ্যাটাক করে তামিম ইকবালের। অথচ ম্যাচে টস করেন। টসের সময়ও সুস্থ ছিলেন মোহামেডান অধিনায়ক। টস শেষে প্রতিপক্ষ অধিনায়ককে সিদ্ধান্ত জানিয়ে হেঁটে ড্রেসিং রুমে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে বিকেএসপির মেডিকেল বিভাগে ইমার্জেন্সিতে দেখানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ড্রেসিং রুমে ফিরে আসেন তামিম। পরবর্তীতে শারীরিক অবস্থা মারাত্মক আকার ধারণ করলে ক্লাব কর্মকর্তারা দ্রুত টাইগার সাবেক অধিনায়ককে অ্যাম্বুলেন্সে সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে (পূর্বের নাম ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল) নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্ট করার পর হার্টে একটি রিং পরানো হয়। রিং পরানোর আগে দুবার মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে টাইগার সাবেক অধিনায়কের। রিং পরানোর পর এখন অনেকটাই সুস্থ আছেন তামিম। জ্ঞান ফিরেছে এবং কথা বলেছেন পরিবারের সঙ্গে। হাসপাতালে তামিমের ভাই নাফিস ইকবাল ও তামিমের স্ত্রী উপস্থিত আছেন। জ্ঞান ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তামিমের শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে কথা বলে তামিমের শারীরিক বিষয়ে খোঁজখবর নেন। মোহামেডানের খেলা শেষে অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যান মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজরা। এ ছাড়া বিসিবির পরিচালক, কর্মকর্তরাও দেখতে যান। তামিমের অসুস্থতায় বিসিবির পরিচালনা পর্ষদের গতকালের বৈঠক স্থগিত করা হয়। তামিম এখন কেপিজি স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন। অবশ্য বিকেএসপি থেকে হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার পরিকল্পনা ছিল ক্লাব কর্মকর্তাদের। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তাঁকে কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক ড. রাজিব মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল। এটার জন্য একটা এনজিগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্যান্ট করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে। ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’ বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে।’ রিং পরানোর পরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
- মনিকগঞ্জে ঈদ উৎসবে গ্রামীন খেলা অনুষ্ঠিত
- অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: উপদেষ্টা মাহফুজ
মাঠে হার্ট অ্যাটাক তামিমের, পরানো হলো রিং
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর