দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা ও আক্রমণও ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালাচ্ছে সরকার। ৮ ফেব্রুয়ারি দেশজুড়ে এ অভিযান শুরু হয়। এতে পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। অভিযানে আসামি গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও ছুটছেন রাতবিরাতে। গতকাল ভোরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর চারটি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মিরপুর, দারুসসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সব সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি জানান, গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
গতকাল থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানানরকম অপরাধমূলক কর্মকা করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে। জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে। এর আগে বুধবার ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বারিধারার ডিওএইচএসের বাসা থেকে বেরিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত চেকপোস্ট-তল্লাশিচৌকির কার্যক্রম এবং কয়েকটি থানা ঘুরে দেখেন। পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এদিকে বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার গুলশান, বিমানবন্দর ও গাজীপুর সদরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। তারা হলেন ছিনতাইকারী দলের নেতা ইমন, সদস্য রতন, ইয়াসিন, সোহেল রানা, জাহিদ হাসান, সাকিব, ইমান ওরফে ইমাম হোসেন, মারুফ, পলাশ, শুভ, বাছির, সাগর, আনোয়ার, আরিফ ও শাহিন। র্যাব বলছে, অভিযানে ছিনতাকারীদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, ছয়টি ফোল্ডিং চাকু, একটি ক্ষুর জব্দ করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৪৩ : অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৫৭ জন। আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে শুটারগান একটি, কার্তুজ ২টি ও চাকু ২টি উদ্ধার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মুন্সিগঞ্জ : অপারেশন ডেভিল হান্ট অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সভাপতি দীন মোহাম্মদ লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ইছাপুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং উপজেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েলকে গত বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বিষয়টি নিশ্চিত করেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। এমরান উদ্দিন জুয়েল পৌরসভার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জামাল উদ্দিন।
গত মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী ২১৮টি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঢাকায় র্যাবের ৬৯ ও ঢাকার বাইরে ১৪৯টি টহল থাকবে। সাইবার জগতে যে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি রেখেছে। যে কোনো সহযোগিতা পেতে র্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে মোবাইল (০১৭৭৭৭২০০২৯) জানানোর আহ্বান জানানো হয়েছে।