পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।
এই ধারাবাহিক নাটকটির পরিচালনা করেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় দুটি করে পর্ব প্রচার হবে এই নাটকের। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।
রাজ জানান, নাটকে কয়েকটি পরিবারের গল্প বলা হয়েছে। যেখানে আমাদের জীবনের নিত্যদিনের ঘটনা। পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই দাগ কাটে। এই ধারাবাহিকের ট্যাগলাইনে রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। গল্পে আমরা পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ তুলে ধরেছি।
নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে রাজ বলেন, নাটকের ট্রেইলার ও ভিডিও ক্লিপ দেখে মন্তব্যের ঘরে দর্শকদের আগ্রহ দেখা গেছে। এই নাটকে দর্শক নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ খুঁজে পান, আশা করছি নাটকটি সবার মন ছুঁয়ে যাবে।
ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ