জন্মদিনে ‘মান্নাত’-এর বারান্দায় ভক্তদের দেখা দেন শাহরুখ খান। এ যেন এক অলিখিত রীতি হয়ে গেছে। তবে এবার সেই আয়োজনে কিছুটা ছেদ পড়তে পারে। কারণ, বর্তমানে ওই বাড়ি মেরামতের কাজ চলছে। ফলে অভিনেতা সপরিবারে অন্যত্র ভাড়া বাড়িতে অবস্থান করছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক শাহরুখ’ নামের এক সেশনে জনৈক ভক্ত শাহরুখের কাছে মজার আবদার করে বসেন। ওই ভক্ত লেখেন, স্যার, আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বাই পৌঁছে গেছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মান্নাতে থাকার একটু জায়গা হবে?
ভক্তের এই কৌতূহলী প্রশ্নের জবাবও দেন শাহরুখ। সেই পোস্ট শেয়ার করে রসিকতা করে অভিনেতা বলেন, মান্নাতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই এখন। ভাড়া বাসায় থাকছি।
জানা গেছে, মান্নাতে মেরামত ও সম্প্রসারণের কাজ চলায় শাহরুখ বর্তমানে পালি হিলসের একটি বাংলোয় থাকছেন। শাহরুখ ও তার স্ত্রী গৌরীর পরিকল্পনা অনুযায়ী, ১৯১৪ সালে তৈরি মান্নাতকে আটতলা করে আরও বড় করা হবে। এতে খরচ হবে আনুমানিক ২২৫ কোটি টাকা।
আগামীকাল (২ নভেম্বর) ৬০ বছরে পা রাখবেন কিং খান। প্রতি বছর এই বিশেষ দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত–অনুরাগীদের ভিড়।
জানা গেছে, জন্মদিনেই আসবে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘দ্য কিং’–এর প্রথম ঝলক।
বিডি প্রতিদিন/কেএইচটি