বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (১ নভেম্বর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সুলতানের মোড় থেকে মিছিল শুরু করে হিরাঝিলের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিস মোড়ে গিয়ে শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রাব্বি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের, সাবেক সহ-সভাপতি মো. সাফিন, তন্নয়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাফি, সাবেক দপ্তর সম্পাদক মো. মেহেদী, ছাত্রনেতা কামাল, মেহেদী, রেদোয়ান, সাগর ও নাদিমসহ ১নং ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল