চলতি বছরে শুরুতে বলিউড ও দক্ষিণি সিনেমায় একের পর এক হিট ছবির ভিড়ের মধ্যেও সবচেয়ে বড় চমক দিয়েছে ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’। মাত্র ৭ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৯০ কোটি রুপ।প্রায় ১২০০ শতাংশ লাভে এবছরের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে নাম লিখিয়েছে এটি।
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক অভিশান জেভিন্থ। সিনেমার গল্প ঘুরে বেড়ায় শ্রীলঙ্কা থেকে আগত এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে উন্নত জীবনের খোঁজে দেশ ছাড়ার কাহিনি দর্শকের মনে দাগ কেটেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন এম সাসিকুমার, সিমরন, মিঠুন জয় শঙ্কর, কামালেশ জগনসহ আরও অনেকে। এছাড়া যোগী বাবু, রমেশ তিলক, এম এস ভাস্কার, এলাঙ্গো কুমারাভেলসহ জনপ্রিয় অভিনেতারাও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় ২৯ এপ্রিল ২০২৫, আর আন্তর্জাতিকভাবে ১ মে। মুক্তির প্রথম দিনেই ‘টুরিস্ট ফ্যামিলি’ আয় করে ২.৩৫ কোটি রুপি, আর প্রথম সপ্তাহেই আয় দাঁড়ায় ২৩.৩ কোটি রুপি। ভালো গল্প আর অভিনয়ে ভর করে টানা পাঁচ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে হাউসফুল চলেছে সিনেমাটি।
২০২৫ সালে বড় বাজেটের হিট সিনেমাগুলোর মধ্যে ভিকি কৌশলের ‘ছাবা’ (বাজেট ৯০ কোটি, আয় ৮০৮ কোটি) ও ‘সাইয়ারা’ আলোচিত ছিল। তবে বাজেটের তুলনায় লাভের হিসেবে ‘টুরিস্ট ফ্যামিলি’ সবার ওপরে। মাত্র ৭ কোটি রুপির ছবিটি আয় করেছে ৯০ কোটি। যা প্রমাণ করে, ভালো গল্প ও অভিনয়ই পারে বড় বাজেট আর তারকাকেও টেক্কা দিতে।
বিডি-প্রতিদিন/তানিয়া