ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে শাফি শিকদার (৭৫) নামক এক ব্যক্তিকে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে শাফি শিকদার নিজের বসতঘরে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। শিশুটি ধর্ষণচেষ্টার শিকার হওয়ার সময় প্রতিবেশি এক নারী এসে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়।
শিশুটির বাবা শনিবার দুপুরে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দান করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। একই দিন সন্ধ্যায় আসামী শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।’
বাংলাদেশ প্রতিদিন/আশফাক