নৈতিক অবক্ষয় রোধে এবং তরুণ প্রজন্মকে নৈতিকভাবে গড়ে তুলতে রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলাম শিক্ষা বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের নেতারা। শনিবার বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা শাখা আয়োজিত কুমিল্লা বিভাগীয় সম্মেলনে বক্তরা এ দাবি জানান।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ জনগোষ্ঠীর দেশ। রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম হওয়া সত্ত্বেও জাতীয় শিক্ষানীতি ও কারিকুলামে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক নয়। এ কারণে সমাজে ধর্মীয় অজ্ঞতা, কুসংস্কার ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে নৈতিকভাবে দৃঢ়, জ্ঞানভিত্তিক ও ধর্মপ্রাণ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম শিক্ষা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা না থাকার কারণে আজ কোমলমতি শিক্ষার্থীরা মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। সুতরাং ইসলাম শিক্ষাকে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক করারও দাবি জানান তারা।
ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা জেলার সভাপতি ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সন্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা, প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শাহ মুহাম্মদ আব্দুর রাহীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম হেলাল, ফোরামের প্রধান সমন্বয়ক উপাধ্যক্ষ মো. আবদুর রহমান।
এছাড়াও ইসলামিক স্টাডিজ ফোরাম কুমিল্লা, ব্রাহ্মণপাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম