বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না। এই মামলায় দেশটির সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই বলছে, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছেন। কেউ তার সঙ্গে জড়িত নয়। কেউ তাকে আত্মহত্যায় বাধ্যও করেনি। তবে পরিবারে সদস্যরা বরাবরই এসব তথ্য মেনে নেয়নি।
সম্প্রতি তার বোন বিষয়টি নিয়ে নতুন তথ্য হাজির করেছেন। বোন শ্বেতা সিংহ কীর্তি বলেছেন, সুশান্ত আত্মহত্য করেননি। তাকে দুজন মিলে হত্যা করেছে। দুই মনস্তত্ত্ববিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানতে পেরেছেন শ্বেতা।
শ্বেতা জানান, আমেরিকা ও মুম্বাইয়ের দুই মনস্তত্ত্ববিদ জানিয়েছেন, হত্যা করা হয়েছিল সুশান্তকে। শ্বেতার প্রশ্ন, এটা আত্মহত্যা কীভাবে হতে পারে? বিছানা ও ফ্যানের মাঝে তেমন দূরত্ব ছিল না যে, একজন মানুষ সেখানে থেকে ঝুলে পড়তে পারবে। টুলের ওপরে উঠতে হতো আত্মহত্যার জন্য! কিন্তু ঘটনাস্থলে কোনো টুলই ছিল না।
মৃত্যুর পর সুশান্তের গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছিল। শ্বেতার দাবি, যে ওড়নাটা পাওয়া গিয়েছিল, সেটার দাগ সুশান্তের গলায় ছিল না। ওর গলায় শিকলের মতো কিছু একটার দাগ ছিল।
আমেরিকার মনস্তত্ত্ববিদ নিজেই তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনিই বলেছেন, সুশান্তকে খুন করা হয়েছিল। দুই জন এসেছিল ওকে হত্যা করতে। পরে এই একই দাবি করেছেন মুম্বাইয়ের মনস্তত্ত্ববিদ, জানান সুশান্তের বোন।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরুর আগেই ঘোষণা হয়ে গিয়েছিল সুশান্ত আত্মহত্যা করেছেন। পরে এ ঘটনা ভিন্নদিকে মোড় নেয়।
বিডি-প্রতিদিন/এমই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        