দেখতে সুন্দরী, অভিনয়ে দক্ষ, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী—এমন এক অভিনেত্রী, যিনি একসময় বলিউডে কাজ করেছেন। নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে তার, অর্থেরও অভাব নেই। তবুও সুযোগ পেলেই পকেটমারি বা চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েন তিনি। তিনি আর কেউ নন—ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত।
সম্প্রতি এক চুরির ঘটনায় আবারও শিরোনামে উঠে এসেছেন রূপা। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় তাকে আটক করেছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে রূপাকে গ্রেপ্তার করা হয়।
যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক রূপা অভিনয়ের আগ্রহে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিজে অভিনয় করে তিনি পরিচিতি পান। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ সিনেমায়ও কাজ করেছেন। পরবর্তীতে কয়েকটি ছোট সিরিজে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি পরিচিত মূলত নানা অপরাধে জড়িয়ে পড়ার জন্য।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন রূপা। সে সময় তার ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ। সেই ঘটনায় তিনি জেলেও গিয়েছিলেন।
এছাড়া ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন রূপা, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। পুলিশি তদন্তে দেখা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে অনুরাগ কশ্যপের বলে দাবি করেছিলেন।
সর্বশেষ ঘটনায় অভিযোগকারী নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে রূপার বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না।
সূত্র: দ্য টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আশিক