চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বাকলিয়া থানার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১ নভেম্বর) পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর প্রায় তিন ঘণ্টা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে পাঁচলাইশ থানায় মোহাম্মদ সালাউদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় শনিবার বিকেল ৩টার দিকে তাকে নাসিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের প্রতিবাদে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আবুল কাশেম মাতব্বর ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী তার মুক্তির জন্য থানার সামনে বিক্ষোভ করেন। পরে পাঁচলাইশ থানা পুলিশ ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে আলোচনা করলে তারা সন্ধ্যা ৬টার দিকে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, একটি মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে গ্রেফতার করা হয়। এরপর দলটির নেতারা থানার সামনে বিক্ষোভ করেছেন। গ্রেফতার নেতাকে আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা থানার সামনে থেকে চলে গেছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি