‘সমবায়ে সচ্ছলতা, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম এবং পূর্বাচল রাজউক সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-মোহন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ভূঁইয়া।
বক্তারা বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ জীবনমানের উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/মুসা