গাজীপুরের তুরাগ নদীতে শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের পক্ষে নৌ-শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গাজীপুর সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কড্ডা এলাকায় গিয়ে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে প্রায় অর্ধশতাধিক ইঞ্জিনচালিত ট্রলারে কয়েক হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ নৌপথে শোভাযাত্রাটি বাঁশতলী, বড়ইবাড়ি, বোয়ালী, রঘুনাথপুর, চা বাগান, মির্জাপুর ও কোনাবাড়ি হয়ে অগ্রসর হয়। বাদ্য, ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা নদীপথজুড়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। নদীর দুই তীরে স্থানীয় নারী-পুরুষ হাত নেড়ে শোভাযাত্রার প্রতি সংহতি ও শুভেচ্ছা জানান।
এ সময় ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, আমরা সবাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা সবাই তা মেনে চলব। আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষকে জয়ী করা।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, এইচ এম শওকত ইমরানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
পরে বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কড্ডা এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ