তারুণ্যের উৎসব উদ্যাপনের অংশ হিসেবে এবং গ্রাহক সেবা পক্ষের আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের পরিচালক (প্রশাসন) সরদার আল এমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্যের যে চ্যালেঞ্জ গ্রহণের অদম্য সাহসিকতা, তা কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতা চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানে তরুণ উদ্যোক্তাদের নতুন পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে এগিয়ে আসা সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (পরিদর্শন) শবরী ইসলাম এবং পরিচালক (ব্যাংকিং) খায়রুল আলম চৌধুরী টুটুল।
কর্মশালায় যুব উন্নয়ন অধিদফতর, বগুড়া মহিলা বিষয়ক অধিদফতরসহ নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ৮২ জন অংশগ্রহণকারী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম।
দিনব্যাপী কর্মশালায় ‘আর্থিক সাক্ষরতার গুরুত্ব ও আর্থিক খাতের সেবাসমূহের সঙ্গে পরিচিতি’ এবং ‘এসএমই উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগসমূহ’ বিষয়ে দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মতামত গ্রহণে একটি ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল