বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালি প্রদর্শিত হয়েছে। সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয় র্যালিটি।
এ সময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর উচ্ছ্বাস প্রকাশ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম। তিনি বলেন, দেশের প্রয়োজনে আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনেও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামসহ এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিক ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহজালাল, যুবদল নেতা মাহবুব হোসেনসহ আরো অনেকে।