বরিশালের মেঘনা নদী থেকে আটক ১১ জেলেকে প্রায় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস শিকদার জরিমানা করেন।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের একটি দল মেঘনা নদীর তীরে মেঘনা বাজার, দুর্গাপুর লঞ্চঘাট ও হরিনাথপুরের বদরটুনি এলাকায় অভিযান করে। এ সময় ১১ জন জেলে ও ১৬ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী হাকিম ইলিয়াস শিকদার আটক জেলেদের ৮ জনকে ১০ হাজার করে, একজনকে ৯ হাজার ও দুই জনকে পাঁচ হাজার করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেছেন। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছিলো। গত দুইদিন সেনাবাহিনী অভিযান করার পর এখন মেঘনা নদীতে এখন শিকারে নামছে না।
বিডি প্রতিদিন/নাজমুল