রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডি’র ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টগণ। এতে দু’টি দল কাজ করছে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত