নারী বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের সময়টা ভালো যাচ্ছে না। দল খারাপ করলেও ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়েছিলেন সোবহানা মোস্তারি। তার এমন পারফরম্যান্সে র্যাংকিংয়েও প্রভাব পড়েছে।
মোস্তারির ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছিল এটি। যেখানে সবমিলিয়ে ৬০ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তাতে ১৫ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন তিনি।
নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ফাহিমারও উন্নতি হয়েছে। ৭ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন তিনি। বোলিংয়েও এগিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ১৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন ফাহিমা।
বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়েছেন আরেক লেগ স্পিনার রাবেয়া খান। এখন ১৮তম স্থানে আছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুইজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং তার পরই আছেন ফাহিমা।
বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। দুই ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে আছেন বাঁহাতি এই স্পিনার।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মারুফা আক্তার। তাতে গত সপ্তাহে উন্নতি করেছিলেন র্যাংকিংয়ে। তবে এরপরের দুই ম্যাচে বাজে আশানুরূপ পারফর্ম করতে না পারায় পিছিয়ে গেছেন ৪ ধাপ। এখন যৌথভাবে ৪৫ নম্বরে আছেন এই পেসার।
বিডি প্রতিদিন/কেএ