দশ গ্রামের মধ্যে একজন নাম করা ডুবুরি বাতেন। কর্ম জীবনের স্বীকৃতিস্বরূপ গত বছরের মেডেলটা নিয়ে তার গলায় এখন মোট তিন-তিনটি মেডেল শোভা পায় সব সময়। এই তিনটি মেডেলই বাতেনের জীবনের অত্যন্ত গর্বের বিষয়। তবে বাতেন যে শুধু হারানো জিনিস খোঁজার জন্যই পুকুরে নামে, তা কিন্তু নয়। পানির সঙ্গে আছে তার এক গোপন আর গভীর সম্পর্ক। শীর্ণ পোশাকে খেয়ে না খেয়ে জীবন কাটে তার। এই জীবনেও প্রেম আসে। একই গ্রামের মেম্বারের মেয়ে ঝুমুর বাতেনকে ভালোবাসে। এই জীবনে ভিলেনও আছে একজন মানিক। আদৌ কি বাতেন ঝুমুরের শুভ পরিণতি হয়? এভাবেই গল্প এগিয়ে যায়।
সুব্রত সঞ্জীবের নির্মাণে নাটক ‘জলকৌড়ি’র শুটিং শেষ হয়। আসাদুজ্জামান সোহাগের রচনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।