রাজকাপুরের প্রায় সব সিনেমায় লতার কণ্ঠ ছিল অবধারিত। শোনা যায়, রাজকাপুরকে মনে মনে ভালোবাসতেন লতা; কিন্তু নিজেকে সুন্দরী মনে করতেন না বলে কখনো বলেননি সে কথা। আর এই গল্প নিয়ে রাজকাপুর নিজেই এক মুভি নির্মাণ করেন, ‘সত্যম শিবম সুন্দরম’ যেখানে ছবির নায়িকা জিনাত আমান দেখতে কুৎসিত; কিন্তু তার কণ্ঠ থাকে সুমধুর আর নায়ক শশী কাপুর তার কণ্ঠ পছন্দ করলেও তার চেহারার জন্য তাকে ভালোবাসতে পারে না।
প্রসঙ্গত, লতাকে ভেবে ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন রাজ কাপুর। তাঁকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু লতা অভিনয় করতে রাজি হননি। পরে ওই ছবিতে তার পরিবর্তে জিনাত আমান অভিনয় করেন। যতীন্দ্র মিশ্রর বই ‘লতা সুর গাথা’য় এই তথ্য নিজেই জানিয়েছেন লতা। আবার রাজ কাপুর যে লতার কেমন মাপের ভক্ত ছিল তার একটি উদাহরণ হলো- ‘রাজ কাপুরের একটি ছবিতে কাজ চলছে, রাজ কাপুরের ছবি মানেই লতা মঙ্গেশকর থাকবেন সবাই জানে। ছবির গানের ব্যাপারে রাজ কাপুর যথেষ্ট সংবেদনশীল থাকেন। ছবির সংগীত পরিচালক হিসেবে লক্ষ্মীকান্ত ও পেয়ারেলাল লতাজি গাইছেন রাজ কাপুর বারবার বলছেন, এটা ঠিক হচ্ছে না, এভাবে নয় ওভাবে হবে। বেশ কিছু বার হয়ে যাওয়ার পর লতা মৃদু হেসে বললেন, আপনি অন্য কাউকে নিন, আমি পারব না। ভেবে দেখুন শো ম্যান রাজ কাপুরকে না বলছেন লতা মঙ্গেশকর। স্টুডিও রুম থেকে বেরিয়ে এলেন লতা। বললেন, আমি জানি কী গাইতে হবে আর না গাইতে হবে, আমি আমার কাজটা ভালো বুঝি এই বলে বিদায় নিলেন।
ছবির গানের রেকর্ডিং স্টুডিওতে বিষাদ। লক্ষ্মীকান্ত ও পেয়ারেলাল চেষ্টা করলেন ভুল বোঝাবুঝি থামাতে, হলো না। লতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর গাইবেন না রাজ কাপুরের ছবিতে। অন্য কাউকে দিয়ে গান গাওয়ানোর চেষ্টা হলো কেউ রাজ কাপুরকে সন্তুষ্ট করতে পারলেন না। শেষ পর্যন্ত রাজ কাপুর নিজের ভুল বুঝতে পেরে ছুটে যান লতার বাড়িতে। দুজনের মানঅভিমান চলে খানিকটা। লতাজি তাও অনড়, তিনি আর গাইবেন না। অবস্থা বেগতিক দেখে রাজ কাপুর লতা মঙ্গেশকরের বাড়ির প্রধান দরজায় বসে পড়েন এবং চিৎকার করে বলেন যতক্ষণ না লতাজি হ্যাঁ বলছেন ততক্ষণ তিনি এখানেই বসে থাকবেন। এরপর লতা মঙ্গেশকর আর রেগে থাকতে পারেননি। তিনি রাজি হয়ে যান। তবে শর্ত একটাই তিনি যেমন গাওয়ার তেমনই গাইবেন। রাজ কাপুর কোনো হস্তক্ষেপ করবেন না। এই শর্তে রাজ কাপুর রাজি হয়ে যান এবং ‘প্রেম রোগ’ ছবির ‘ইয়ে গলিয়া ইয়ে চৌবারা... দোবারা’ গানটি তৈরি হয়।