২০০ কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়িয়েছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোমবার শীর্ষ আদালতের শুনানির অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। কিন্তু এ দিনও অব্যাহতি মিলল না। জ্যাকুলিনের চর্চিত প্রেমিক এই ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় বর্তমানে সংশোধনাগারে রয়েছেন।
এ ঘটনাতেই নাম জড়িয়েছিল জ্যাকুলিনের। গত ৩ জুলাই দিল্লি হাই কোর্টের কাছে প্রথমে মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন হাই কোর্ট। তারপর দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিনেত্রী।