মিষ্টি মেয়ে কবরী যখন আমাদের চলচ্চিত্রে এলেন তখন আমরা কৈশোরে। পারিবারিকভাবে আমরা ছিলাম সিনেমার পোকা। আমার মা বিখ্যাত লেখক রাবেয়া খাতুন ছিলেন উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত। বাবা ফজলুল হক ছিলেন দেশি-বিদেশি চলচ্চিত্রের একজন বোদ্ধা। পারিবারিক সূত্রে আমি নিজেও চলচ্চিত্রের ভীষণ অনুরাগী ছিলাম। সময় পেলেই ছুটে যেতাম সিনেমা হলে, দেখতাম দেশি-বিদেশি সব চলচ্চিত্র। সেই সময়েই পর্দায় আবির্ভাব কবরীর। আমাদের কালের স্বপ্নের নায়িকার নাম কবরী। ষাট-সত্তর দশক মানে রাজ্জাক-কবরীর যুগ। বাংলাদেশের চলচ্চিত্রকে তাঁরা নিয়ে গিয়েছিলেন অন্যরকম এক উচ্চতায়। কৈশোরে আমরা রাজ্জাক-কবরী জুটির অন্ধ ভক্ত ছিলাম। ষাট পেরিয়ে সত্তর। সত্তর পেরিয়ে আশি এবং নব্বই। আমাদেরও বয়স হতে লাগল। কবরীকে আরও গভীরভাবে চিনতে শুরু করলাম। তখন আমরা ‘কচিকাঁচার মেলা’ সংগঠন করি। কবরী আপা তখন চলচ্চিত্র আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁকে ধরাছোঁয়ার সক্ষমতা আমাদের নেই। একবার নারায়ণগঞ্জে ‘কচিকাঁচার মেলা’র একটা অনুষ্ঠান করি, সেখানে এসেছিলেন কবরী আপার স্বামী সাফিউদ্দিন সারোয়ার ভাই। তাঁর পরিচয় পেয়ে আমি যেন হাতে চাঁদ পেলাম। মনে মনে ভাবলাম তাঁর সঙ্গে খাতিরেই কবরী আপার দেখা পাওয়া যাবে। কবরী ছিলেন মুক্তিযোদ্ধা। ভারতবর্ষে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠিত করেছেন মানুষকে। কবরী আপা ছিলেন অত্যন্ত সমাজ সচেতন। মানুষের জন্য কাজ করেছেন সারা জীবন। তিনি সংসদ সদস্যও হয়েছিলেন। মানুষের কাছাকাছি থেকেছেন। আমরা যখন চ্যানেল আই শুরু করলাম তখন থেকে কবরী আপার সঙ্গে সখ্য আরও বৃদ্ধি পেল। তিনি ছিলেন চ্যানেল আই পরিবারের মাথার ওপর ছায়ার মতো। কবরী আপার সঙ্গে আমরা চলচ্চিত্র বানিয়েছি। সাড়ম্বরভাবে তাঁর জন্মদিন পালন করেছি। মিষ্টি মেয়ে মিষ্টি করে যখন হাসিমুখে বকা দিতেন আমি আর শাইখ সিরাজ, আবদুর রহমান তখন স্মিত হাসতাম। সেই কবরী আপা ২০২১ সালে করোনার থাবায় আমাদের ছেড়ে চলে যাবেন সেটা বিন্দুমাত্র ভাবতে পারিনি। অনেকে বলে আমার ভাবনা নাকি অনেক সময় মিলে যায়, কিন্তু কবরী আপার ক্ষেত্রে আমার ভাবনা মেলেনি। কবরী আপা নিজের মতো করেই জীবন কাটাতেন। নিজের ভাবনা নিয়েই থাকতেন। তিনি অনেক স্বপ্ন দেখতেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। আমরা বিস্মিত হই তাঁর কাজ করার ক্ষমতা দেখে। কবরী আপার আজ জন্মদিন। একটি কেক তাঁর বাসায় নিয়ে যাওয়া হবে না। হইচই হবে না। সবাই মিলে আড্ডা দিয়ে খেতে বসব না। কবরী আপা আপনি যেহেতু মানুষকে ভালোবাসেন তাই আপনি যেখানেই থাকেন মানুষের ভালোবাসায় থাকবেন এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি কবরী আপা মানুষের প্রতি কখনো কোনো অন্যায় করেননি। তিনি শিল্পের জন্য শিল্পচর্চা অব্যাহত রেখেছিলেন। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের জন্য কাজ করার চেষ্টা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন ব্যক্তিত্ব তিনি। তিনি যেমন চলচ্চিত্র নির্মাণ করেছেন তেমনি কাহিনি লিখেছেন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন। কবরীকে যদি পুরস্কার দিতে হয় তাহলে সব বিভাগেই দেওয়া যাবে। কারণ এমন কোনো বিভাগ নেই যে তিনি কাজ করেননি। কবরী আপা আমার যেমন প্রিয় তেমনি আমাদের পরিবারের সবার প্রিয় তিনি। আমাদের গর্ব এবং ভালোবাসার নাম কবরী। আমাদের শ্রদ্ধার নাম কবরী। কবরী আপা শেষের দিকে তাঁর নতুন একটা চলচ্চিত্রের গান রেকর্ডিং ও ডাবিংয়ের জন্য আজম বাবুর তত্ত্বাবধানে চ্যানেল আইতে এসেছিলেন। তাঁর সঙ্গে এসেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তাঁরা দুজন পরস্পর পরস্পরের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ছিলেন। গান রেকর্ডিংয়ের ফাঁকে দুই প্রিয় বান্ধবীর খুনসুটিও ছিল। সাবিনা আপা যখন বর্তমান সময়কে ধারণ করে গান গাইছিলেন কবরী আপা তখন তাঁর সময়কালের মতো করে গান গাইতে অনুরোধ করলে সাবিনা ইয়াসমিন বলেন, আমরা এখন বর্তমান প্রজন্মের জন্য গান করছি, আমাদের কালের জন্য নয়...। এরকম অনেক কথা মনে পড়ছে সেসব বিষয় নিয়ে হয়তো আবার কখনো নতুন কোনো লেখা হতে পারে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল