চিত্রনায়িকা পূর্ণিমা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শাস্তি’ ও ‘সুভা’ গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দুটিতে অভিনয় করেন। চলচ্চিত্র দুটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নায়িকা পূর্ণিমা বলেন, আমার পরম সৌভাগ্য হয়েছিল, আমি বিশ্বকবির গল্পের দুটি চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছিলাম। মানে তাঁর গল্পের নায়িকা হতে পেরেছিলাম। বিশ্বের সম্মানসূচক নোবেল পুরস্কারে প্রথম বাঙালি হিসেবে এই সম্মান অর্জন করেন আমাদের গর্বের বিশ্বকবি। তাই আজ তাঁর জন্মদিনে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পূর্ণিমা বলেন, আমাকে রবীন্দ্র চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য আরেকজন শ্রদ্ধাভাজন কিংবদন্তি মানুষকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি হলেন আমাদের চলচ্চিত্র জগতের অত্যন্ত গুণী নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলাম। তিনিই আমাকে রবীন্দ্রসাহিত্য নিয়ে তাঁর পরিচালিত শাস্তি ও সুভা শিরোনামের ছবি দুটিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। চাষী নজরুল ইসলামই এ দেশে সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে এসেছিলেন।
এই দুই মহামানবের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল।