বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম তটিনী। জুটি হয়ে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সে হিসেবে নতুন আরেকটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘হৃদয়ে রেখেছি গোপনে’। এটি নির্মাণ করছেন মাহমুদ মাহিন। এখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিম সাইয়ারা তটিনী। গল্পটি নিয়ে ইয়াশ বলেন, ‘আশির দশক থেকে শুরু করে টেলিভিশনে হুমায়ূন আহমেদের পারিবারিক গল্পের নাটক দেখতে সবাই পছন্দ করেন। সেখানে ট্র্যাজেডি, কমেডিসহ অনেক কিছুই থাকত। তেমন একটি নাটকে অভিনয় করছি।’ এদিকে একটি সিনেমার কাজ শেষ করেছেন ইয়াশ। যেটির শুটিং, ডাবিংসহ সব কাজ শেষ।