বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগে! শোনা যাচ্ছে, আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নার্গিস; বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি। বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাকঢোল পিটিয়ে আয়োজন। একাধিক অনুষ্ঠানসহ থাকে নানা জাঁকজমক আয়োজন, বিয়ে বাড়িতে বসে তারার হাট। কিন্তু নার্গিসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেল। বিয়ে তো হয়েছেই, এর ওপর তার খবর প্রকাশ্যেই এলো সপ্তাহখানেকের মাথায়। এ নিয়ে অবশ্য চর্চা হচ্ছে বিস্তর। ভারতীয় গণমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নার্গিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। এদিকে নার্গিস তাঁর ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন।