পতিত সরকারের মতো পাঠ্যবই ছাপা নিয়ে ভুল পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই ছাপানোর ক্ষেত্রে তারা আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিভিন্ন দেশ বাংলাদেশের পাঠ্যবই ছাপানোর কাজে দরপত্রে অংশ নিতে পারবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশের বাইরে বই ছাপা হলে বিদেশে চলে যাবে ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে পাঠ্যবই ছাপানোর কাজ প্রথম শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান হলে সিংহভাগ কাজ চলে যাবে বিদেশিদের হাতে, এমন আশঙ্কা করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। তাঁদের আশঙ্কা, এর ফলে দেশের কাগজশিল্প ও ছাপাখানার মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বইয়ের মান নিয়েও থাকবে প্রশ্ন। দেশি শিল্প বাঁচাতে স্থানীয় ছাপাখানার মাধ্যমে বই ছাপানোর দাবি জানিয়েছেন মুদ্রণশিল্প সমিতির নেতারা। গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় প্রাথমিকের ৯ কোটি বই ছাপার কেনাকাটার প্রস্তাব অনুমোদন করা হলেও আটকে দেওয়া হয়েছে মাধ্যমিকের ২১ কোটি বই কেনাকাটার প্রস্তাব। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ১১ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৮০২ কপি বই ছাপানোর জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উত্থাপন হয়, যার মোট ব্যয় ধরা হয় ৬০৩ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু বৈঠকে শেষোক্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়নি। মাধ্যমিকের ওই বই আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে যাতে ছাপা যায়, সে উদ্দেশে বৈঠকে দরপত্র বিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। দেশের কাগজ উৎপাদক ও মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে বিদেশি মুদ্রণ প্রতিষ্ঠানগুলো সে দেশের সরকারের প্রণোদনার বদৌলতে বাংলাদেশের মুদ্রণশিল্পের চেয়ে কম দর দাখিল করে কার্যাদেশ বাগিয়ে নেওয়ার সুযোগ পাবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখতে সরকার যখন হিমশিম খাচ্ছে তখন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অপচয় হবে। আওয়ামী লীগ আমলে বিদেশ থেকে বই ছাপানোর ক্ষেত্রে বইয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। দেশীয় শিল্প রক্ষায় সরকার এ ক্ষেত্রে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
বিদেশে পাঠ্যবই মুদ্রণ
ভুল পথ থেকে সরে আসুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর