সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেলফি এখন অনেকের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু এই ছবি তোলার নেশাই বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, গত এক দশকে সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ভারতে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য বারবার ল’ ফার্ম সম্প্রতি গুগল নিউজে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে ২০১৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সেলফি–সংক্রান্ত দুর্ঘটনার বৈশ্বিক তথ্য তুলে ধরেছে। নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেলফি হটস্পট হলো ভারত। দেশটিতে সেলফি–সংক্রান্ত ২১৭টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৪ জন, আহত হয়েছেন আরও ৫৭ জন।
গবেষকদের মতে, ঝুঁকিপূর্ণ স্থানে (যেমন রেললাইন, পাহাড়চূড়া বা নদীর তীর) সহজ প্রবেশাধিকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেলফি সংস্কৃতির বিস্তারই এই মৃত্যুর প্রধান কারণ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে একই সময়ে ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন এবং আহত হয়েছেন ৮ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, সেখানে মৃত্যুর সংখ্যা ১৮ জন। চতুর্থ স্থানে পাকিস্তান, দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৬ জন। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ায় প্রাণ হারিয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ২ জন।
গবেষণায় দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে ছাদ, পাহাড়চূড়া বা উঁচু স্থাপনা থেকে পড়ে যাওয়ার ঘটনাই মৃত্যুর সবচেয়ে বড় কারণ। মোট মৃত্যুর ৪৬ শতাংশ ঘটেছে এ ধরনের দুর্ঘটনায়।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশেও এ ধরনের মর্মান্তিক ঘটনার নজির পাওয়া গেছে। গত মে মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে একটি হোটেলের অষ্টম তলা থেকে সেলফি তুলতে গিয়ে পড়ে প্রাণ হারান ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। চলতি আগস্টে গ্রিসের রাজধানী এথেন্সে মাউন্ট লাইকাশাবেতুস পাহাড়ের একটি গির্জায় সেলফি তুলতে গিয়ে ঝোড়ো হাওয়ায় প্রাণ হারান এক পর্যটক।
বিশেষজ্ঞদের মতে, সেলফি এখন কেবল ব্যক্তিগত আনন্দের জন্য নয়, সামাজিক স্বীকৃতি বা অনলাইনে দৃষ্টি আকর্ষণের মাধ্যমেও পরিণত হয়েছে। ফলে মানুষ ঝুঁকি নিয়ে সেলফি তুলতে যাচ্ছেন এবং সেই ঝুঁকিই অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/আশিক